শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ ফেব্রুয়ারী ২১, ০২:২৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় রায়পুর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন,  মিছিল ও শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনা‌রে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকু‌ন্দিয়া সরকা‌রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পাকু‌ন্দিয়া-ক‌টিয়াদী আসনের সাবেক এম‌পি ও উপ‌জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাফ উদ্দিন অভিযোগ করেন, সকাল ১০টার দিকে তার নেতৃত্বে দলের নেতা-ক‌র্মীরা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় বর্তমান এম‌পি নূর মোহাম্মদের সমর্থকরা তাদের ওপর অত‌র্কিত হামলা চালায়। এ সময় উভয়প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১০ জন।

পরে খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছ‌ড়িয়ে পড়ে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework