লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে পিতা-পুত্রকে মারধরের ও বালু দস্যুতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ২৬, ০৬:৫৫ অপরাহ্ন

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নম্বর তেয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজিব উল্যা ব্যাপারি বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিতা আবুল খায়ের ও পুত্র আব্দুর রহিমকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় যুবলীগের ওয়ার্ড সেক্রেটারি রাশেদ আলম। ঘটনাটি ঘটে গত ২৫ এপ্রিল দুপুরে।

ভুক্তভোগীদের অভিযোগ, রাশেদ আলম দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও বর্তমান চেয়ারম্যান বুলুর ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তিনি নিয়মিত জনগণের ওপর নির্যাতন চালান এবং অবৈধভাবে দীঘি খনন করে বালু উত্তোলন ও বিক্রি করেন। বিরোধের জেরে রাশেদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে আবুল খায়ের ও তার ছেলে আব্দুর রহিমকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, রাশেদ ফসলি জমির মাঝখানে দীঘি খনন করে প্রতি বছর বালু বিক্রি করেন। অতিরিক্ত বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে দীঘির চারপাশের ফসলি জমি ধসে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। সমস্যার কথা বললে রাশেদ ক্ষিপ্ত হয়ে কৃষকদের মারধরের হুমকি দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, রাশেদ আলম ও তার সহযোগী আবু তাহের ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর যুবলীগ নেতা সালাউদ্দিন টিপুর ওপর সন্ত্রাসী হামলার সাথে সরাসরি জড়িত ছিলেন। ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছেন, কয়েক লাখ টাকার ক্ষতির শিকার হয়ে তারা এখন প্রশাসনের কাছে দ্রুত রাশেদ আলম ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework