রাঙ্গুনিয়ায় বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে র‍্যালী

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ১৬, ০২:৪০ অপরাহ্ন

দেশে সুষ্ঠু ধারা'র রাজনীতি'র স্ব-পক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১ম সমাধিস্থ কবর জিয়ারত ও দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার(১৫ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার রাজানগর রানীরহাট হাট থেকে বাইক র‍্যালী নিয়ে উপজেলার জিয়া নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত করেন। পরে করব জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন যুবদল নেতা রাশেদুল ইসলাম মাতব্বর, আবুল কালাম আজাদ, উপজেলা জিয়া মঞ্চ নেতা ও শিক্ষক মো.নুরুল আলম, রাজানগর ছাত্রদল নেতা মুহাম্মদ ইমরান উদ্দিন মিনহাজ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আবুল হাসেম মনির, যুবদল নেতা ইমরুল হোসেন রাসেল।

বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ধারা'র রাজনীতি'র স্ব-পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এছাড়াও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যে রাজনীতি আদেরকে উপহার দিয়েছেন আমরা তার একজন কর্মী হিসেবে রাঙ্গুনিয়াতে দলের পক্ষে কাজ করে যাব। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশে আগামী প্রজন্মকে সুষ্ঠু ধারার রাজনীতি উপহার দিতে। স্বৈরাচার ও তাদের রাজনীতি দেশে আর না আসুক সেটাই আমরা প্রত্যাশা করছি। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework