যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ
প্রকাশিত : বুধবার, ২০২৪ অক্টোবর ৩০, ০৫:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে চন্দনাইশ পৌরসভাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠে উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মজিদ শাহ, আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক  নুরুল কবির,দফতর সম্পাদক মামুনুর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন,জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, চন্দনাইশ উপজেলা যুবদলের  আহবায়ক তরিকুল ইসলাম টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ, সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক আজম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান সহ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন,আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। অতিথিরা আরো বলেন,লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। সভা শেষে প্রায় শতাধিক মানুষকে বিনা খরচে চিকিৎসা সেবাসহ ফ্রি ঔষুধ প্রদান করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework