মীরসরাইয়ে ঝরনার কূপে মিললো ২ পর্যটকের মরদেহ

অনলাইন ডেক্স
প্রকাশিত : শনিবার, ২০২৪ অক্টোবর ০৫, ০১:৪৮ অপরাহ্ন

 মীরসরাইয়ে রূপসী ঝরনার গভীর কূপ থেকে দুই পর্যটককে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝরনা দেখতে যান বেশ কয়েকজন পর্যটক।
এ সময় দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 

নিহত মুশফিকুর রহমান আদনান (২১) মাদারীপুর জেলার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুব রহমান মোস্তাকিন (২১) লক্ষ্মীপুর জেলার মুরাদ হোসেনের ছেলে। মুশফিক রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে এবং মাহবুব নারায়ণগঞ্জ সরকারি কলেজে স্নাতক ১ম বর্ষে পড়তেন। দু’জনই থাকতেন নারায়ণগঞ্জ এলাকায়।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।  

এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework