বিদ্যুৎ বিল বকেয়া, লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্ছিত ৩ কর্মী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ Jun ১১, ০২:২৯ অপরাহ্ন


মৌলভীবাজারে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ইলেকট্রিশিয়ানসহ পল্লী বিদ্যুতের তিন কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে স্থানীয়দের সঙ্গে।

শনিবার (১০ জুন) বিকেলে জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলীজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, রাজনগর জুনিয়র প্রকৌশলী বিদ্যুৎ রঞ্জন দাস (৪৫), লাইনম্যান আলমগীর (৩৭) ও ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ সুমন (২৫) বকেয়া বিদ্যুৎ বিলের অভিযোগে লাইন অপসারণ করতে গেলে লাঞ্ছিত হন।


রাজনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী বলেন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা নিয়ে নারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এ নিয়ে পরিবারের সদস্য খোকনের সঙ্গে হাতাহাতি হয়েছে।

রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আখতারুজ্জামান বলেন, আমার লোকজন নিয়ম অনুযায়ী লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। বিষয়টি নিয়ে তারা এখন আইনি ব্যবস্থা নেবে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework