বিজয় দিবসে জামায়াতের আমীরের শুভেচ্ছা, আওয়ামী লীগকে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ডিসেম্বর ১৬, ১২:১৭ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি একাত্তরে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি দল জাতিকে বিভক্ত করে ফেলেছিলো, স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে একটি পরিবারের দখলে নিয়ে জনগণকে প্রজা বানিয়েছিলো। জামায়াতের আমীর এ সময় ৭১ এবং ২৪ সালের শহিদদের প্রতি সম্মান জানান। তিনি বলেন, কোন দল যেন বিজয় দখল করতে না পারে এবং মানুষের স্বাধীনতাকে কেউ ছিনতাই করতে না পারে। সঠিক ভোটার তালিকা তৈরি করতে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে বাংলাদেশ পথ হারিয়েছিলো, তবে ২৪ আগস্টে আবার সঠিক পথে ফিরেছে দেশ। তিনি অভিযোগ করেন, মাফিয়া মাদারের নির্দেশে ২০০৬ সালে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে, তবে সেই হত্যার বিচার হয়নি। জামায়াতের আমীর বলেন, এবার আওয়ামী লীগের বিচার হবে।

তিনি বলেন, জামায়াত কখনও অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং কোনো বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। তিনি ৭৫ সালে শেখ মুজিবকে হত্যার পেছনে কারা ছিল এবং কেনো ছিল, সেই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বান জানান। জনগণের ওপর আর কোনো প্রতিশোধ নিতে দেয়া হবে না বলে ঘোষণা করেন তিনি। পরে জামায়াত আমীরের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework