বাঘাইছড়িতে প্রসাশনের আয়োজনে শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন

বাঘাইছড়ি প্রতিনিধি
প্রকাশিত : শুক্রবার, ২০২৩ মার্চ ১৭, ১০:১৭ অপরাহ্ন

"বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধূর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।                            
বাঘাইছড়ি উপজেলা প্রসাশন ও পরিষদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম শুভ জম্মদিন ও শিশু কিশোর দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮.৩০মিঃ উপজেলা পরিষদ প্রাঙ্গনে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রসাশনের বিভন্ন দপ্তর কতৃক পুষ্প্যমাল্য অর্পন করার মধ্যে দিয়ে দিবসের শুচনা করা হয়। 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশন ও পরিষদ কতৃক নানা কর্মসুচি ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা মিলনায়তন হল রুম কক্ষে। 
উপজেলা নির্বাহী কর্মকর্কতা রোমানা আক্তারের সভাপতিত্ত্ব আলোচনা সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে দিবসটি ভাবগামর্ভিয্যের মধ্যে দিয়ে পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের  শিশু কিশোরদের অংশ গ্রহনে এক মনঙ্গো সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। 

আয়োজিত শিশু কিশোর দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework