বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোলাইমদ বহনকাজে ব্যবহৃত ১টি অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেফতার আসামী হলোঃ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির ৫ নং ওয়ার্ডের পশ্চিম শিকদার পাড়া আব্দুর রহমানের বাড়ীর মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আরিফ (২৮)কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অপর দুই আসামীরা হলো- চকরিয়া উপজেলার হারবাং ইউপির ৩ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের মঞ্জুর আলমের পুত্র মোহাম্মদ আইয়ুব (২৪), একই এলাকার মৃত নজির আহমদের পুত্র মোঃ হাসান (৩২)কে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে বাঁশখালী থানা সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
বুধবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই জসিম উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউপির ১ নং ওয়ার্ড পুটখালী ব্রীজের দক্ষিণে রাস্তার পশ্চিম পার্শ্বে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর হইতে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ (২৮) কে এবং এসআই পেয়ার আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে একই এলাকা থেকে দেশীয় তৈরি ৫০ লিটার চোলাইমসহ অপর দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় চোলাইমদসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতার আসামীদেরকে বিজ্ঞ- আদালতে সোপর্দ করা হয়েছে। বাঁশখালীকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।