বাঁশখালীতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মো. ফোরকান (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাধনপুর ইউপির ২ নং ওয়ার্ড পূর্ব বৈলগাঁও পেয়াজার পাড়া এলাকার প্রবাসী মোঃ ইদ্রিস (নিহতের মামার) বসতঘরের পেছনে দরজা সংলগ্ন রান্নাঘরের দরজার ভেতর থেকে লাশটি উদ্ধার করেছে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ এসআই শরিফ হাসান, এএসআই শহীদুল ইসলামসহ ফোর্স সদস্যরা।
নিহত মোহাম্মদ ফোরকান একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাজির পাড়া এলাকার ফজর আলী তালুকদার বাড়ীর মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার।
সরেজমিনে পরিদর্শন ও উদ্ধারকালে দেখা যায়, নিহত ফোরকানের পরনে হাফ হাতা এ্যাশ কালার গেঞ্জি ও নারমাল প্যান্ট রয়েছে। এছাড়াও নিহতের গলায় হালকা আঘাত ও মুখে রক্তের চিহ্ন দেখা গেছে।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, যুবকের লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোঃ ইদ্রিস নামে এক প্রবাসীর ঘরের পেছনে দরজা থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার সংক্রান্তে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে উদ্ধারকৃত যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন আছে, ঘটনার মুলরহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান (ওসি) সাইফুল ইসলাম।