বন্যায় ক্ষতিগ্রস্তদের আশ্রয়স্থল নির্মাণে ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ০৯, ০২:৫৫ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে ফেনী জেলাসহ  আশেপাশের এলাকায় হয়েছে ভয়াবহ বন্যা। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো পরিবার। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে অনেকের ঘরবাড়ি।

বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি হারানো পরিবার গুলোকে আশ্রয় স্থল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি নামের ইউকেতে  বসবাসরত প্রবাসীদের এই সংগঠন।

এর মধ্যে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির অর্থায়নে  ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ২টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। উপকারভোগী দুই পরিবার হলো ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা মোঃ আবু বক্কর ও মোঃ মীর কাশেম। উপজেলার মনিপুর এলাকায় এই ঘর নির্মাণ করা হয়। এই ঘর নির্মাণে সহযোগিতা  করেন স্বপ্নের আনোয়ারা নামের একটি সংগঠন।

গতকাল তাদের  মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এতে উপস্তিতি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাবেক চেয়ারম্যন  নাছিরুল আলম, কার্যনির্বাহী সদস্য কামাল খান, ম্যনচেস্টারের কমিউনিটি ব্যক্তিত্ব বুলবুল, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি জনাব আলীনূর জেমস্  প্রমুখ।

সমিতির সাবেক চেয়ারম্যান নাসিরুল আলম বলেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে এই মানবিক সাহায্য সবসময় চলমান থাকবে। মানবিক ও সেবামূলক কাজকে আমরা বরাবরই গুরুত্ব দিয়ে থাকি। এই কাজ আমাদের চলমান থাকবে।

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework