প্রেমের বিয়ে মানলো না পরিবার, ফাঁস নিলো বিশ্ববিদ্যালয়ছাত্র

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মার্চ ২৩, ১২:২৩ অপরাহ্ন

রাজধানীর মধ্যবাড্ডা পোস্ট অফিস গলির একটি বাসায় গলায় ফাঁস নিয়েছেন মো. ইমতিয়াজ আহমেদ আদর (২২) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে ঘটে এই ঘটনা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নওশীন নুসরাত জানান, আমরা দুজন প্রেম করে বিয়ে করি। আমার স্বামী উত্তরার আইইউবিএটি-তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার আমাদের বিয়ে মেনে না নেওয়ায় আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। আজ ভোরে বাথরুমে গ্রিলের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস নেন। প্রতিবেশীদের নিয়ে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework