পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার, ২৫ দিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ মে ২৫, ১১:২৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ ২৫ দিন পর গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সারাদিন র‍্যাব ও পুলিশ টেকনাফের দমদমিয়ার দুুর্গম পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। দীর্ঘদিন হওয়ায় একটি মরদেহ অনেকটা কঙ্কালে পরিণত হয়েছে।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানিয়েছেন, টেকনাফের দমদমিয়া পাহাড়ি এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযান চালায়। এই অভিযান ছিল ২৫ দিন আগে নিখোঁজ হওয়া তিন যুবকের সন্ধানে। অবশেষ গহীন পাহাড়ে মেলে তাদের সন্ধান। তবে জীবিত নয় মৃত। মরদেহগুলো পচে গলে বিকৃত অবস্থায়। বুধবার রাতে অভিযান শেষে পাহাড়ের পাশে সাংবাদিকদের সাথে কথা বলেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ওই মরদেহ গুলো গত ২৮ এপ্রিল অপহরণ হওয়া তিন জনের। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের জন্য পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, মরদেহগুলোর অবস্থা এমন হয়েছে যে দেখে বোঝার সুযোগ নেই কোনটি কার মরদেহ। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতদের স্বজনরা জানায়, অপহরণের পর তাদের বিভৎস নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণের জন্য ভিডিও পাঠানো হয়। পরে ইমরানের পরিবারের পক্ষ থেকে ১ লাখ টাকা মুক্তিপণও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মরদেহ ফেরত পেয়েছেন তারা।

নিহত ইমরান সরকারের বাবা ইব্রাহিম সরকার দাবি করেন, অপহরণের খবর পাওয়ার পরপরই তারা টেকনাফ থানায় গিয়েছিলেন, কিন্তু পুলিশ সাধারণ ডায়েরি বা মামলা কোনোটাই নেয়নি। সর্বশেষ র‍্যাবের তৎপরতায় তারা মরদেহ ফেরত পায়।

স্বজনদের দাবি, নিহত তিন জন হলেন শহরের নুনিয়ারছড়া এলাকার ইমরান সরকার, ঈদগাও জালালাবাদ এলাকায় ইউসুফ ও চৌফলদন্ডী এলাকার রুবেল। তারা তিনজনই বন্ধু। গত ২৮ এপ্রিল তিন বন্ধু ইমরানের জন্য পাত্রী দেখতে টেকনাফ গিয়েছিলেন। সেদিনই টেকনাফের রাজারছড়া এলাকা থেকে তারা অপহরণের শিকার হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework