সাবেক দুই এমপি সামশু-মোতাহের সহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

অনলাইন ডেক্স
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১০, ০২:৫৯ অপরাহ্ন

 পটিয়ায় আওয়ামী লীগের সাবেক দুই এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাবেক হুইপ সামশুল হক চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে পটিয়া থানায়।

পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নং ওয়াডের তালুকদার বাড়ীর বকসুর পুত্র মো. বাবু বাদী হয়ে পটিয়া থানায় এ বিস্ফোরক মামলাটি দায়ের করেন।

মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক হুইপের ছোট ভাই মোহাম্মদ ফৌজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত, হুইপ পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, কোলাগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউপি সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, কুসুমপুরা ইউপি সাবেক চেয়ারম্যান জাকারিয়া ডালিম, জিরি ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, আশিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, জঙ্গল খাইন ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, বড়লিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, কেলিশহর ইউপি সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউপি সাবেক চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান বদরুউদ্দিন মো. জসিম প্রকাশ বি এম জসিম, দক্ষিণ ভূর্ষি ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ভাটিখাইন ইউপি সাবেক চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দিন, কচুয়াই ইউপি সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপি সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউপি সাবেক চেয়ারম্যান মো. এহসানুল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, আ. লীগ নেতা লিটন বড়ুয়া, ডি এম জমির উদ্দিন, মোজান্মেল হক লিটন। এছাড়া আরও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, মঙ্গলবার রাতে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় ৬৮ জনকে এজহার ভুক্ত আসামী ছাড়াও আরো ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework