পঞ্চগড়ে মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ২৩, ০১:৩৫ অপরাহ্ন

অদ্য ২২ই মার্চ ২০২৫ খ্রিঃ রোজ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় পঞ্চগড় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের মার্চ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সভায় অত্র জেলার গত ফেব্রুয়ারি/২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
এছাড়াও সভায় অত্র পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ফেব্রুয়ারি/২০২৫ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে ফেব্রুয়ারি/২০২৫ মাসে
শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহ হিল জামান নির্বাচিত হন।
শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই (নিরস্ত্র)/ জনাব মোঃ হাফিজুর রহমান, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিরস্ত্র)/ পলাশ চন্দ্র বর্মন, দেবীগঞ্জ থানা, পঞ্চগড়।
শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই (নিরস্ত্র)/ মোঃ আজিজুর রহমান, পঞ্চগড় সদর থানা, পঞ্চগড়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোছাঃ রুনা লায়লা, ডিআইও-১, পঞ্চগড়; কোর্ট ইন্সপেক্টর, পঞ্চগড়; ওসি ডিবি, পঞ্চগড়; সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসন; ইন্সপেক্টর ক্রাইমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework