দেশ পূর্নগঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

মাহমুদ মান্না, সন্দ্বীপ প্রতিনিধি।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ১৫, ০৩:৫৯ অপরাহ্ন

বিগত পনের বছরে আওয়ামী  সৈরাচার সরকারের অপশাসন দূর্নীতি ও লুটপাটের কারনে বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় অবকাঠামো  পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের আপামর জনগণের স্বার্থে এই  ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ কে আবারো অর্থনৈতিক ভাবে স্বনির্ভর মানবিক  বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সততার সাথে কাজ করতে হবে,  যুব সমাজ হচ্ছে দেশ ও সমাজের সম্পদ, যুবসমাজের সততা ও অক্লান্ত  পরিশ্রমের মাধ্যমেই বাংলাদেশকে আবারো স্বনির্ভর বাংলাদেশে রুপান্তর করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর নেতৃত্বে  সাংগঠনিক শক্তি ও মেধার মাধ্যমে  যুবদল মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

১৪ অক্টোবর ২৪ বিকেল ৪ টায় উড়িরচর এ এইচ এম নব দিগন্ত  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে   সন্দ্বীপ উপজেলার আওতাধীন  উড়িরচর ইউনিয়ন যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে এ সব কথা বলেন কেন্দ্রীয়  যুবদলের সভাপতি  আবদুল মোনায়েম মুন্না,
 উড়িরচর ইউনিয়ন  যুবদলের আহবায়ক মুহাম্মদ জাবেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস খান এর সঞ্চালনায় এতে প্রধান বক্তার  বক্তব্যে চট্টগ্রাম উত্তর  জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন আমাদের নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নির্দেশ  মেনেই আমাদের যুবদল নেতা কর্মীদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, তারেক রহমানের নেতৃত্বে  সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি  মোক্তাদের মাওলা, এস এম ইব্রাহিম, শাকিল চৌধুরী, ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের কেরানি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন  সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক  নুরুল আবসার,ফরিদ আহমেদ,মনির,মাুমন উদ্দিন, মাহিন, নাজিমুদ্দিন,মুহাম্মদ সালাউদ্দিন, রবিন, জাহাঙ্গীর আলম জাবেদ,দিদার,শাহাদাত হোসেন রাজীব,সাইফুল  প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework