ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন নিয়ম কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০৫:১৮ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলে নতুন নিয়ম চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে যে ক্যাম্পাসের নির্ধারিত সময়গুলোতে যান চলাচল সীমিত রাখা হবে। ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিনে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিনে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিকদের গাড়ি) প্রবেশ করতে পারবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework