ঝালকাঠির কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে আওয়ামিলীগ নেতার পদত্যাগ

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১৯, ০৪:৫৭ অপরাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শৌলজলিয়া ইউনিয়নের উ: তালগাছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১১ টায় তিনি স্থানীয় একটি ক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, "আমি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করি। মাদ্রাসার উন্নয়নের লক্ষে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্ম বিষয়ক পদে অন্তর্ভুক্ত হই।"
বর্তমানে আমি ছারছিনা ছেলছেলায় বিশ্বাসী এবং ছারছিনার বর্তমান গদিনশিন পীর সাহেবের ভক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি উক্ত পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আজ ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার পদত্যাগ করিলাম এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হবো না বলেও জানান সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য একসময় বিএনপির সাবেক এমপি শাহজাহান ওমরের (বর্তমানে বিএনপি থেকে বহিস্কৃত) রাজনীতি থেকে শুরু হয়েছিল। বিএনপি ক্ষমতা থেকে চলে যাবার সুবিধাজনক সময়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগের সাবেক এমপি আমির হোসেন আমু বলয়ের কিছু প্রভাবশালী নেতাদের হাত ধরে পেয়েও গেলেন উপজেলার কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদ।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে দল থেকে সুবিধা নেয়া এই নেতা আবার শেখ হাসিনা সরকার পতনের ৭ মাসের মাথায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কাঠালিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন।
তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework