ঝালকাঠিতে খালে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ০৫:৪৭ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে মঙ্গলবার (১৩ মে) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খালে ডুবে আদুরী (২) নামের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আদুরীর পিতার নাম জসিম হাওলাদার এবং মায়ের নাম কলি বেগম।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আদুরী বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সে বাড়ির পাশের খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে খালে পাওয়া গেলে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদুরীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা করে তার কোনো প্রাণচিহ্ন পাইনি।”


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework