আওয়ামী লীগের সরাসরি সহযোগী কিংবা দলের চিহ্নিত দোসরদের বিএনপির সদস্যপদ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি স্পষ্ট করে বলেন, যারা বিএনপির কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, হয়রানি চালায়নি কিংবা কোনোভাবে সহানুভূতি বা সহযোগিতা দেখিয়েছে—তারা চাইলে বিএনপিতে যোগ দিতে পারবেন।
শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে দলীয় সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপির সদস্য বানাতে হবে। তবে দলের মধ্যে কোনো ধরনের চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা যাবে না। দলের সদস্যপদ কার্যক্রমকে সর্বসাধারণের কাছে দৃশ্যমান করতেও জোর দেন তিনি।
বিগত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন। এসব কারণে বিএনপি সাংগঠনিক কার্যক্রমে পিছিয়ে পড়েছে। এখন সময় এসেছে দলকে শক্ত সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করানোর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিও। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিযোগিতায় যারা নামতে চায়, তারা বিএনপির সমকক্ষ হবে না। বিএনপি একটি অভিজ্ঞ ও প্রমাণিত রাজনৈতিক দল, কোনো ষড়যন্ত্রই দলের অগ্রগতিকে রুখতে পারবে না।