চেয়ারম্যান অপসারণের দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি। 
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ আগস্ট ২৭, ০১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ'র বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যকরণ সহ  নানান অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবীতে মানববন্ধন করেন। 
মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদল-সহ সুবিধাবঞ্চিত সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশ নেন। 
মানববন্ধনে ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. নাছের'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাঈল শিকদার'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক বক্কর মেম্বার, উপজেলা যুবদলের সদস্য মো. এরশাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মো. হাসান, মো. সোলাইমান, আবু বক্কর, মো. শফিউল আলম, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর আলম, আবদুল করিম, মো. জিহান, যুবদল নেতা মো. ইলিয়াস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক মো. ইকবাল, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাবেদ, সদস্য সচিব মো. হাবিব প্রমুখ।
মানববন্ধন শেষে চেয়ারম্যান নুরুল্লাহ'কে অপসারণ ছেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এদিকে গত শনিবার(২৪ আগষ্ট) সকালে পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেনকে ইউনিয়ন পরিষদ থেকে অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework