চন্দনাইশে ফুটন্ত ফুলের আসর চন্দনাইশ পৌরসভা কতৃক আয়োজিত পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও ফাতেহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬) অক্টোবর সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় আবরারুল ইসলাম আবিদ এর সভাপতিত্বে এই কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইচ-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। এতে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার সভাপতি মো.মিজানুর রহমান। বিশেষ বক্তা ছিলেন পৌরসভা ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাজী সাঈদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাংবাদিক মো.কমরুদ্দীন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম রুবেল,সাবেক পৌরসভা ছাত্রসেনা সভাপতি মো.এহাছানুল হক,ফোরকান উদ্দিন,আবদুল করিম,পৌরসভা ছাত্রসেনা নেতা আবদুল নবী,মো.আসিফ,আবদুল কাদের জুয়েল,জোবাইরুল ইসলাম শরীফ,হাফেজ শহীদুল ইসলাম,মো.ইসমাইল,মো.মারুফ,আফতাব উদ্দিন প্রমুখ। এসময় অতিথি বলেন, আপনার ছেলে-মেয়েদের আদর্শিক ছেলে-মেয়ে হিসেবে গড়ে তুলতে চাইলে ধর্মীয় শিক্ষা ও মেধা বৃত্তি কোন বিকল্প নাই। আপনার ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করাইতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।