চন্দনাইশে পৌরসভা বিএনপি ৩নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম রুবেল,চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ নভেম্বর ০৯, ০১:১২ অপরাহ্ন

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ডের বিএনপি,যুবদল,ছাত্রদল ও সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর (শুক্রবার) সন্ধায় পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেটের সামনে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মো.আজম খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.ইখতিয়ার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন মোরশেদুল আলম,সিরাজুল ইসলাম,আবু সালেহ,মুজিবুর রহমান,নাজিম উদ্দিন,সেলিম উদ্দিন,রবিউল হোসেন ছোটন,আবুল কালাম,মহিবুল আলম সোহেল,হাজী আবু ছিদ্দিক,আবদুল মান্নান,সাইফুল ইসলাম,কামরুল ইসলাম,মো.ফোরকান।

জিল্লুর রহমান খোকন ও রাশেদুল করিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজ,আবদুল মান্নান,আবদুর সত্তার সানি,বেলাল উদ্দিন হিরু,মানিক মিয়া,রাজীব চৌধুরী,আরফান চৌধুরী,ছাত্রদল নেতা সেলিম উদ্দীন,কামরুল,আবদুল কাদের,মো.সোহেল প্রমুখ। সভায় বক্তারা বলেন,গত ৫ আগষ্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে। সে শান্তিকে পুনরায় বিনষ্ট করার জন্য দেশে আবারো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকে সাবধানতার সাথে অবলম্বন করে মোকাবিলা করতে হবে তাদের। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দেবো।

বক্তারা আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং চট্টগ্রাম তথা চন্দনাইশে গর্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেনের হাত কে আরো শক্তিশালি করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework