চট্টগ্রামের রাউজানে ১০তম ১২দিন ব‍্যপী আজিমুশান ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল শুরু

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ০৫, ০২:৫৪ অপরাহ্ন

রাউজান চট্টগ্রামগাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘপুকুরপাড় ইউনিট শাখার ব‍্যবস্থাপনায়, এলাকাবাসি ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ১০তম ১২দিনব‍্যপী আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলের উদ্বোধন হয়েছে। ৪ঠা সেপ্টেম্বর ১লা রবিউল আউয়াল বুধবার বাদে আসর হযরত মুছা খা (রঃ) এবাদত খানা সম্মুখস্থ মাঠে আয়োজিত মাহফিলের ১ম কার্যদিবসে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এস এম ইউসুফ উদ্দিন। সভাপতিত্ব করেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাবের সুলতান কাজল। সংগঠনের সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল খালেক এর পরিচলনায় বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা শাহাদাত মির্জা, মোহাম্মদ আনোয়ার হোসেন বাচলু, হাফিজুর রহমান, মঞ্জুরুল আলম, আব্দুল শুক্কুর, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবের, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক গাজী সোহেল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ এয়াকুব ।

১ম কার্যদিবস নাতে রাসুল (সঃ) মাহফিলে নাত পরিবেশনা করেন বিশিষ্ট নাত খাঁ শায়ের মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী, নাত খা আহসান হাবিব কাদেরী, কেরাত পরিবেশনা করেন মোহাম্মদ জিয়াউল হক। এতে সার্বিক সহযোগিতা করেন বাঘপুকুরপাড় ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী, পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল আউয়াল, দাওয়াতে খাইর সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, সদস্য মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ এসকান্দর, হাফেজ মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ বাদল, ফজলুর রহমান সহ সংগঠনের অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিশেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework