চকরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-যুবলীগের ৫ নেতা আটক


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ অক্টোবর ২৯, ০৩:২১ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়াও একাধিক স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পুলিশ জানান- গতকাল বিকেলে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেনকে। এছাড়া মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল দরবেশীকে দরবেশ কাটা থেকে, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন,কক্সবাজার  চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হামিদ সোনামিয়াকে রংমহল থেকে, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো. বেলালকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
এ নিয়ে কক্সবাজার চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মনজুর কাদের ভুইঁয়া জানান, আটক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনসহ ধৃত অন্যান্য আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework