এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুল সৃষ্টি: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

নিজস্ব প্রতিবেদক,হাটহাজারীঃ
প্রকাশিত : রবিবার, ২০২৪ নভেম্বর ০৩, ০৫:০৭ অপরাহ্ন

আমাদের এলাকা পশ্চিম ফরহাদাবাদ গুল মোহাম্মদ চৌধুরী বাড়িতে স্কুল হবে এটা ছিলো স্বকিয়াতায়। এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুল সৃষ্টি হয়েছে। এটা আমাদের বাড়ীর জন্য নয়, এটা এলাকাবাসীর জন্য। বাড়ির নাম দেয়ার কারণ হলো গুল মোহাম্মদ চৌধুরী এই স্কুলের জন্য জায়গা দিয়েছে তাই নামটি রাখা হয়েছে বললেন অন্তবর্তী সরকারের দূর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভার প্রধান ীতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম বলেন, আমরা এলাকাবাসিকে নিয়ে সম্মিলিতভাবে এই স্কুলটিকে পরিচালিত করব। এই স্কুলকে নিয়ে আমাদের আকা্খংা প্রবল। যারা এই স্কুল থেকে শিক্ষা নেবেন কিংবা প্রশিক্ষিত হবেন, তাদের জীবিকা নিবার্হের জন্য উপার্জনের সক্ষমতা অর্জন করতে পারে তাও দেখবেন।এই স্কুলকে বহুমূখী কাজে ব্যবহার করা হবে। কাজেই এটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হবে। এটাকে আমরা শুধু স্কুলে সীমাবদ্ধ রাখব না। এটাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করারও ইচ্ছে আছে। কেননা ভবিষ্যত প্রজম্মকে বেচে থাকার জন্য সুশিক্ষায় শিক্ষিত না হলে সমাজে বেচে থাক সম্ভব নয়।  

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হোসেন-জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বলেন, এলাকাবাসীরা সবাই এগিয়ে আসুন নিজেদের সাধ্যমতো যে যার অবস্থান থেকে এই বিদ্যালয়েকে সহযোগিতা করুন। তাই আপনার/আপনাদের সন্তান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উপদেষ্টার মতো দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তার জন্য এগিয়ে আসুন। আমিও এই বিদ্যালয়ের জন্য সহযোগিতা করছি এবং ইনশাআল্লাহ সহযোগিতা করে যাবো।

নগরীর ইম্পেরিয়াল হসপিটালের ডাক্তার জসিম উদ্দিনের সভাপতিত্ব এবং মুজিবুর রহমান চৌধুরীর পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টার একান্ত সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, ডাক্তার মাহাবুবুল আলম, উপজেলা নিবার্হী অফিসার এবিএম মশিউজ্জামান, সহকারী ভুমি কমিশনার, মডেল থানার ওসি মো: হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, আবুল হোসেন জেবুননেছা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন সিদ্দিকী উজ্জল, চট্টগ্রাম ডক্টরর্স হসপিটালের চেয়ারম্যান ডাক্তার নিজাম মোরশেদ, মোরশেদুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মাস্টার মো: ইমরান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework