আসামীর ভাই ওসি হওয়াতে জিম্মি ভুক্তভোগী ও স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : বুধবার, ২০২৪ নভেম্বর ১৩, ০৩:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৌরশী জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছে।  এঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ তাদের ভাই একজন থানার ওসি হওয়াতে আমাদের ওপর বার বার হামলা করছে। স্থানীয়দেরকে জিম্মি করে রাখছে। এর মধ্যে ওই ওসির বিরুদ্ধে পুলিশ হেডকোয়াটার্সে অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ১৯ অক্টোবর চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আহত মুহাম্মদ হাছন (৫২) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, আব্দুল্লাহ আল হারুন (৫৫), মো. ওসমান (৩০), মো.রাশেদুল আলম (২৮), মো. আলমগীর আজাদ (৬৮), মো. আব্দুল্লাহ আল মামুন (৫০), আব্দুল্লাহ আল মাহফুজ (৪৮)। তারা সবাই আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়ার বাসিন্দা। ঘটনায় আহতরা হলেন, বাদী মুহাম্মদ হাছন (৫২), আব্দুল হালিম (৫২), মো. মিজান (২৩)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর সকালে বাদী মৌরশী জমিতে সাইনবোর্ড স্থাপন করেন। এর পরবর্তীতে সাইনবোর্ড স্থাপনকে কেন্দ্র করে আসামিরা বাদীর বাড়ির সামনে গালাগালি করে। একপর্যায়ে আসামিরা অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করলে বাদীসহ ২জন গুরুতর আহত হয়।

মামলার বাদী মোহাম্মদ হাসান জানান, এর আগেও তারা বিভিন্ন সময় আমাদের ওপর হামলা মামলা করেছে। তাদের ভাই একজন পুলিশের ওসি। তার ইন্ধনে আমাদের ওপর এসব হামলা মামলা করছে। এবং স্থানীয় পুলিশকেও আমাদের ওপর ব্যবহার করতেছে। আমাদেরকে আঘাত করেছে মামলা নেইনি পুলিশ উল্টো থানায় আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আমারা আদলতের দারস্থ হয়েছি। তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ পরিবার বলে আমাদের ওপর নানাভাবে হয়রানী করছে এখন তার ভাই ওসির প্রভাবে আমাদের ওপর হামলা করেছে।

বিষয়টি জানতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework