আমিরাতে রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১৭, ০৩:৩৩ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের রাউজান প্রবাসী ঐক্য পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আরব আমিরাতের একটি হলে রাউজান প্রবাসী ঐক্য পরিষদ মুসাফফাহ্ শাখার সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী। রাউজান প্রবাসী ঐক্য পরিষদ মুসাফফাহ্ শাখার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলী সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সহ-সাধারণ মো. শহিদুল ইসলাম চৌধুরী পারভেজ।

পরে হজব্রত পালনের জন্য সৌদি আরব গমন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা মুছা আল মাহমুদ চৌধুরীকে সংবর্ধিত করেন সংযুক্ত আরব আমিরাতের রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ও মুসাফফাহ্ বিএনপি নেতৃবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদ মুসাফফাহ্ শাখার প্রচার সম্পাদক মো.  নুরু উদ্দীন, দপ্তর সম্পাদক মো. রানা, সহ-প্রচার সম্পাদক মো. সোলাইমান, অর্থ সম্পাদক মো. জুনাইদ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাছির, মো. রোকন,  মো.  টিপু, মো.  নঈম উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া জন্য প্রবাসীদের ভূমিকা রাখতে হবে। দেশ এগিয়ে গেলে আমাদের পরিবার পরিজন ভালো থাকবে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান প্রবাসীরা।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework