আবুরখীল নন্দনকাননে সূর্য্য বৈদ্যের মন্দিরে পবিত্র মাঘী পুর্নিমা উদযাপন

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৪, ০৪:২৮ অপরাহ্ন

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র মাঘি পূর্নিমা যথাযোগ্য ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে রাউজান উপজেলার আবুরখীল নন্দনকাননে অবস্থিত ঐতিহাসিক সূর্য্য বৈদ্য এর মন্দিরে উদযাপন করা হয়েছে । শুক্রবার সকালে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথেরর সভাপতিত্বে ও সাংবাদিক রতন বড়–য়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোমিন রোডস্থ সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথের ।
এতে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ-সচিব ভদন্ত সোবিতানন্দ মহাথের ।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক ভদন্ত সংঘানন্দ মহাথের ।
ধর্মালোচনা করেন আবুরখীল তালুকদারপাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের, আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের উপাধ্যক্ষ ভদন্দ শাসনানন্দ থের ও সূর্য্য বৈদ্য পরিবারের জম্মজাত সন্তান ভদন্ত মুদিতা নন্দ ভিক্ষু ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনু । শুভেচ্ছা বক্তব্য রাখেন নাভানা কোম্পানির এসিসটেন্ট ম্যানেজার রিপন প্রসাদ বড়ুয়া , সাবেক সরকারী কলেজের অধ্যক্ষ জিতেন্দ্র বড়য়া ।
এছাড়াও সারাদিনব্যাপি ধর্মালোচনা ও মেলার আয়োজন করা হয় । সন্ধ্যায় প্রদিপ পুজা ও বিশ্ব শান্তি কামণায় সমবেত প্রার্থনা করা হয় ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework