অপহরণ নয়, ডিবি হেফাজতে কিশোরগঞ্জের সেই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ নভেম্বর ১৪, ০৪:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন। 

আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি। 

অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি। 

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন। 

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’ 

জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। 

গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework