৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ কনস্টেবল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ০৮:০৮ অপরাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা আবদুস ছামাদ। ট্রাফিক পুলিশে চাকরির সুবাদে এখন বগুড়ায় থাকেন। বয়স ৫৭ বছর। আর দুই বছর ১০ মাস পর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে তিনি নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জানিয়েছেন, চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি কারিগরি শাখায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন।

আবদুস সামাদ এর আগেও বগুড়া পুলিশে চাকরি করেছেন। পরে বদলি হয়ে যান নাটোরে। সেখানে থেকেই সিদ্ধান্ত নেন এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। ১৯৮৭ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছামাদ ১৯৯২ সালে বাবাকে হারান। মা, দুই ভাই ও এক বোন নিয়ে ছিল তার পরিবার।  গ্রামের বাড়িতে থাকার সময় তিনি অষ্টম শ্রেনি পর্যন্ত লেখাপড়া করেন।

লেখাপড়ায় আবার কেন ফিরে এলেন, কে অনুপ্রেরণা জুগিয়েছেন এমন প্রশ্নের জবাবে আবদুস ছামাদ বলেন, ‘স্ত্রী ফাতেমা বেগমের অনুপ্রেরণায় আমি আবার পড়ালেখা শুরু করেছি। আরও পড়ালেখা করতে চাই। এর আগে নানা প্রতিকূলতার কারণে নবম শ্রেণির পর আর পড়ালেখা করতে পারিনি। তবে এবার যত সমস্যাই আসুক, সামনে আমি পড়ালেখা চালিয়ে যাব।’
চাকরি থেকে অবসরে গেলে তিনি কী ধরনের কাজ করতে চান জানতে চাইলে আবদুস ছামাদ জানান, তার হোমিও চিকিৎসা পছন্দ। তাই অবসরে তিনি হোমিও চিকিৎসা পেশায় যুক্ত হতে চান।

পরীক্ষার ফল প্রকাশের পর তার ট্রাফিক বিভাগের সহকর্মীরাও খুশি। তারা তাকে সংবর্ধনা দিয়েছেন। একই সঙ্গে উৎসাহ দিয়েছেন আরও পড়ালেখা করার।

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুস ছামাদ ১৯৬৮ সালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়ার শেরপুর, সদর ও নন্দীগ্রাম ডিএসবি (বিশেষ শাখা), কোর্ট এবং সর্বশেষ বগুড়া ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে কর্মরত আছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework