সীমান্তে উত্তেজনা রোধে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৫, ১২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে নয়াদিল্লিতে শুরু হবে চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ একটি বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি দুই বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতার জন্য এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সর্বশেষ এই ধরনের সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ, সীমান্ত এলাকার উত্তেজনা রোধ, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার বিষয়গুলো আলোচনা হতে পারে।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর এটি দুই দেশের প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। উল্লেখযোগ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে মোট চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, মিজোরামে ৩১৮ কিলোমিটার এবং আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework