ঢাকা , রবিবার, ২০২৫ মে ১৮, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
#

জাতীয়

সাম্য হত্যায় মূল হোতাদের গ্রেফতারে উপাচার্যের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০৪:৪১ অপরাহ্ন
#

সাম্য হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (১৮ মে) দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আই.ই.আর) বিভাগের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম জানান, সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য উপদেষ্টার সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে হস্তান্তর করা হচ্ছে। এছাড়া, অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি। আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার বিচার সম্পন্ন করা হবে।

অন্যদিকে, সাম্যের বন্ধু ও সহপাঠী নাহিয়ান বলেন, “যে ব্যক্তি ছুরিকাঘাত করে সাম্যকে হত্যা করেছে, তাকে ধরতে পারলেই পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video