আজ রবিবার (৭ জুলাই) জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক থাকায় আদালতে কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়।
এর আগে, গত ১ জুলাই মামলার প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করলেও আসামিপক্ষের পক্ষ থেকে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি।
আজকের শুনানিতে আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে বলে জানা গেছে। মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পলাতক আসামিদের হাজিরার জন্য আহ্বান জানানো হলেও তারা উপস্থিত না হওয়ায় আদালত তাদের পক্ষে সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গঠনের প্রক্রিয়া শেষ হলে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে।