ঢাকা , বুধবার, ২০২৫ সেপ্টেম্বর ১০, ২৬ ভাদ্র ১৪৩২
#

জাতীয়

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যে নিষেধাজ্ঞা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ০৪:০৪ অপরাহ্ন
#


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আজ সকালে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা এবং সাক্ষ্য প্রদান প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এ বিষয়ে আবেদন করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করে।

ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দ্রুত পদক্ষেপ নেবে।

আদেশে বলা হয়েছে, শেখ হাসিনার কেবল বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্যগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, যেন তা ট্রাইব্যুনাল বা তদন্ত সংস্থার কার্যক্রমে প্রভাব ফেলতে না পারে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখান থেকে নেতাকর্মীদের সঙ্গে কথোপকথনের কিছু রেকর্ড ফাঁস করেছেন। এসব কথোপকথনে দেশে ফেরার ষড়যন্ত্রসহ বিভিন্ন পরিকল্পনার কথা উঠে আসে।

আবেদনে আশঙ্কা করা হয়, এসব বক্তব্য সাক্ষীদের মধ্যে ভীতির সৃষ্টি করতে পারে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এ কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video