শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০৪:০৯ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষে অ্যাডভোকেট তাসমীরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানার মর্মান্তিক হত্যাযজ্ঞে তৎকালীন সরকার ও সেনাপ্রশাসনের বিভিন্ন ব্যক্তি জড়িত ছিলেন।

নিহতদের পরিবারের বক্তব্যে বলেন মামলা দায়েরের পর নিহত সেনা পরিবারের সদস্যরা বলেন, "পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। তৎকালীন সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর ভূমিকা তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।"

অভিযোগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, এবং শহীদ কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমান।

এর আগে, ১৭ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা থাকবেন।

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদস্যদের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশ ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework