ঢাকা , সোমবার, ২০২৪ Jun ২৪, ১০ আষাঢ় ১৪৩১
#

জাতীয়

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু

বিনোদন ডেক্স
প্রকাশিত : সোমবার, ২০২৪ Jun ১০, ০৫:০২ অপরাহ্ন
#

সম্প্রতিপ্রথমবারেরমতোইউরোপঘুরে দেশে ফিরেছেনঅপুবিশ্বাস। এই ভ্রমণেঘুরে বেড়িয়েছেনফ্রান্স, বেলজিয়াম ও স্পেন।
বার্সেলোনায়করেছেনএকটি শো। দেশে ফিরেইগণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেনঅপুবিশ্বাস।
এরমধ্যে একটি বেসরকারি টেলিভিশনচ্যানেলেরঅনুষ্ঠানেনিজের ব্যক্তিগত বিভিন্নইস্যুতেকথাবলেছেনঅভিনেত্রী। এরমধ্যেআছেশাকিবখানের তৃতীয়বিয়ের প্রসঙ্গও।
এই বছরইশাকিবখানেরবিয়েহচ্ছে, প্রযোজকআরশাদ আদনানেরএমনমন্তব্য নিয়েঅপুবলেন, উনিশাকিবখানের খুব ভালোবন্ধু। বন্ধুঅনেকসময়পরিবারের থেকেও বেশিহয়। এটাতাদেরবন্ধুত্বেরকথাবার্তা। এ কারণে এই বিষয়েরব্যাখ্যাআমিকীভাবে দেব। এখানেআমার তোব্যাখ্যা দেওয়ার কোনোজায়গা নেই।আরেকটিগণমাধ্যমে দেওয়াএটিসাক্ষাৎকারেভবিষ্যৎকর্মপরিকল্পনাওজানানঅপু। তিনিবলেন, এই ঈদে তার ভক্তদের জন্য আছেবিশেষউপহার। ইউটিউবচ্যানেলেরান্নার রেসিপিনিয়েহাজিরহবেনতিনি। সঙ্গী হবেনচলচ্চিত্রেরতারকারাও।

২০২৩ সালেওয়েবসিরিজ‘ছায়াবাজি’তে দেখাগিয়েছিলঅপুকে। এরপরআর কোনোসিনেমাবাসিরিজে দেখাযায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রীবলেন, একটুসময়নিতে চেয়েছিলাম। বুঝেশুনেকাজকরাউচিত। বেশকিছুপা-ুলিপিআছেহাতে, সেগুলোপড়ছি। কোরবানির ঈদের পর ধামাকানিউজ দেব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video