ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ১৪, ০৪:০৩ অপরাহ্ন
#

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান উপদেষ্টা মাটি ও মানুষের জন্য আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর নীরবতায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

এসময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর পরিবেশিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি উপদেষ্টামণ্ডলীর সদস্য, শীর্ষস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নতুন বাংলাদেশের মেধা-সম্পদকে ধ্বংস করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video