ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

জাতীয়

শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ০৩:০০ অপরাহ্ন
#

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শবে বরাত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video