রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০২:২২ অপরাহ্ন

বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

মিশরের রাজধানী কায়রোতে সেন্ট রেজিস হোটেলে এক বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির এ আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উভয়ের আলোচনায় রোহিঙ্গা সংকট, উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে মতবিনিময় হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং এ উদ্যোগে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেন। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে মত দেন।

এছাড়া অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতায় ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশা প্রকাশ করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework