ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। অজানা একটি নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।
কামরুল ইসলাম জানান, বিজি-৩৫৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার সতর্কতা পাওয়া যায়। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্লেনের ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে দ্রুত নিরাপদে বের করে টার্মিনালে স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই যথাযথ নিরাপত্তা প্রটোকল মেনে বিমানটিতে তল্লাশি শুরু হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট এবং যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে বিমানটি পরীক্ষা করছে। পাশাপাশি পুরো বিমানটি ঘিরে রাখা হয়েছে বলে জানান নির্বাহী পরিচালক।
মন্তব্য করুন