রাজসাক্ষী হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জুলাই ১০, ০৫:১৩ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানিকালে তিনি নিজের দোষ স্বীকার করেন।

আদালতে তিনি বলেন, "জুলাই-আগস্টের আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যে হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি নিজেকে দায়ী মনে করছি এবং রাজসাক্ষী হিসেবে এই সময়কার সব অপরাধ আদালতে তুলে ধরতে চাই। তদন্ত ও সত্য উন্মোচনে আদালতকে সহযোগিতা করব।"

আদালত তার এই রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে আদেশ প্রদান করেন।

একইসঙ্গে, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

মামুনের রাজসাক্ষী হওয়ার পর তার আইনজীবী অ্যাডভোকেট জায়েদ বিন আমজাদ নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান। প্রসিকিউশন প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework