রাঙ্গুনিয়া শিলক মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৬, ০৪:২২ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক পাখির টিলা মুহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শিলক মুহিউস সুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা আনাস মাদানী'র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলম সাহেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদিয়া কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আকতার। প্রধান মেহমান ছিলেন মোঃ নাজিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মাওলানা তারেক আজিজ কুতুবী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা পরিচালক মাওলানা মুফতি জাকারিয়া,ছাত্রবাস পরিচালক মুফতি মিরাজ উদ্দিন,মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা খুরশেদ আলম, মাওলানা মনোয়ার করিম, হাফেজ মাওলানা ইসমাইল, মাস্টার মোহাম্মদ হামিদুল হক প্রমুখ।

অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আনাস মাদানি তার বক্তব্যে বলেন এই নূরানী শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার শিক্ষার মানকে আরো দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। তাই এই এলাকার যারা আছেন সকলের প্রতি আহ্বান যেন আপনারা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখেন। সকলের সহযোগিতায় একদিন এই মাদ্রাসা ভালো একটি অবস্থানে দাঁড়াবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework