রাউজানে দুই একুশে পদকে ভুষিত গুনীজনের সংবর্ধনা

রাউজান প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৭, ১২:১৫ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত, মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও একুশে পদক প্রাপ্ত ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান অনুষ্ঠান ও তাদের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে আজ ২৬ ফেব্রুয়ারি, সোমবার বিকালে ৩ টায় মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার প্রাঙ্গনে। ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বু্ড্ডিস্টস (WFBB) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক, কবি সাংবাদিক রাশেদ রউফ।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সভাপতিত্ব করেন ৬ নং বিনাজুরী ইউনিয়নের  সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও ছড়াকার বিপুল বড়ুয়া, সাংবাদিক,ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া।
প্রথম পর্বে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহ-সভাপতি সদ্ধর্মধারী ভদন্ত বিনয়পাল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার মহাসচিব ধর্মতিলক ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত রাষ্ট্রপাল স্থবির। বক্তব্য রাখেন সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, উদযাপনপরিষদের সমন্বয়কারী জয়সেন বড়ুয়া, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর সংবাদ ও গণ মাধ্যম সচিব অসীম বিকাশ বড়ুয়া, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রিটন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকুমার তরুণ সংঘের সাধারণ সম্পাদক বিজন বড়ুয়া ও আশীষ বড়ুয়া।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework