রংপুরে হিন্দু পাড়ায় হামলা: গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ জুলাই ৩০, ০১:২৯ অপরাহ্ন

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আলদাদপুর বালাপাড়া এলাকার হিন্দু পাড়ায় একদল অজ্ঞাত ব্যক্তি ভাঙচুর, লুটপাট এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা—দেবেন্দ্র নাথ রায়, গ্রাম—আলদাদপুর ছয়আনি পাড়া, থানা—গংগাচড়া, জেলা—রংপুর; বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ১০০০ থেকে ১২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলাটি গংগাচড়া মডেল থানায় ২৯ জুলাই ২০২৫ তারিখে রুজু হয়, যার নম্বর—৩৫। মামলায় পেনাল কোডের ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার পর যৌথ অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework