ঢাকা , শনিবার, ২০২৪ নভেম্বর ২৩, ৯ অগ্রহায়ণ ১৪৩১
#

জাতীয়

যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয় - ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক,হাটহাজারীঃ
প্রকাশিত : সোমবার, ২০২৪ অক্টোবর ১৪, ০৩:৫৪ অপরাহ্ন
#

যারা ধর্মীয় উপসনালয়ে হামলা করে তারা কোন ধর্মের মানুষ নয়। তাই আমরা অস্ত্র নয়, কলম চাই।  আমিও তো পড়া লেখা করেছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তখন তো এমন কোন রাজনীতি কিংবা অস্ত্র ছিলো না। ছিলো শুধু কলম আর পড়া লেখা। এখন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কলম নেই, আছে অস্ত্র। এমন শিক্ষা ব্যবস্থা চাই না বলে জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন।

সোমবার(১৪ অক্টোবর) বিকাল ২:৪০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসাইন বলেন, আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। সবারই ভুল আছে। তাই আমারও ভুল হতে পারে। ভুল হলে সংশোধনের জন্য পরামর্শ দেবেন।

তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয় হাজীদের নিয়ে ব্যবসা করে না। বরং হাজীদের সেবা দেয়। হজ্বের খরচ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমরা সৌদি আরবের সরকারের সাথে কথা বলেছি। জাহাজে করে হজে যাওয়ার ব্যাপারে সৌদি সরকারের সাথে কথা বলেছি। তারা জেদ্দা বন্দরের সাথে কথা বলার জন্য বলেছেন। এতে করে সৌদি সরকারের কোন আপত্তি নেই।

তিনি আরও বলেন, আমরা চিঠি দিয়েছি। সেই চিঠির উত্তর পেলেই জাহাজে করে হজে যাওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছি।  কেননা জাহাজে করে হজে যাওয়ার কোন ব্যবস্থা নেই।  তাই আমরা শিপ মালিকদের সাথে বসে কথা বলেছি।  কিভাবে জাহাজে করে নিরাপদে হজে যাওয়া যায়। তবে আমরা চেষ্টা করছি এই বছর জাহাজে করে হজে যাওয়ার জন্য।  যদি এ বছর না পারি আগামী বছর ইনশাআল্লাহ জাহাজে করে হজে যাওয়া যাবে।


ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীরে তরিক্বত আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মশিউজ্জামান, মডেল থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকেই।

স‌ংবাদ প্রেরক
মাহমুদ আল আজাদ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video