ভ্যাকসিন প্রস্তুতকারী সবার সঙ্গে যোগাযোগ রাখছি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ জুলাই ২২, ০৩:৫৬ অপরাহ্ন
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন প্রস্তুতকারী সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেটা ভালো হয়, আমরা সেটাই গ্রহণ করব। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আমরা চাই তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, মানুষ তাড়াতাড়ি পাক, মানুষ তাড়াতাড়ি যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ‘যারা ভ্যাকসিন তৈরি করছে, তারা থার্ড স্টেজে চলে এসেছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা সবারটাই মাথায় রেখেছি। চীনেও যোগাযোগ করেছি। যেটা ভালো হয়, সেটাই গ্রহণ করব। ’ চীনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল করা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুমোদন দেবে সরকারি পর্যায়। আর এটা তো একটা পলিসি ডিসিশন, কখন, কাদেরটা নেব। আমাদের সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। ট্রায়াল করাও সরকারি সিদ্ধান্ত। বেশি দামে কিট সরবরাহ নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, কিটের সংকট সারাবিশ্বেই ছিল। কারণ সব দেশেই কিটের প্রয়োজন দেখা দিয়েছিল। আমরা তো আমাদের দেশে কিট তৈরি করি না, ইমপোর্ট করে আনি। ইমপোর্টের সময় অনেক ঝামেলা হয়েছে। লকডাউন ছিল, আনতে পারিনি। এখন কিটস আসছে। পরীক্ষা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যে দাম আছে, সেই দাম যাচাই-বাছাই করেই তারা নেবে। টেকনিক্যাল কমিটি দেখেই সেটা নেবে। আমি আশা করি তারা সঠিকভাবে করবে। যাতে কিটের সংকট না হয়, এদিকে খেয়াল রাখবে।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework