হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রোববার (২ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি হন।
জানা গেছে, গত সপ্তাহে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করেন। বিগত দুই দিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। এর পর, চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া, হাসপাতালে গিয়ে অযথা ভিড় না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।