বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক, ভর্তুকি দেবে না সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২০, ০২:৩৮ অপরাহ্ন

বাংলাদেশে যাত্রা শুরু করেছে মার্কিন স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক, তবে সরকার কোনো প্রকার ভর্তুকি দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে, ফলে বাংলাদেশের ইন্টারনেট সার্বভৌমত্ব নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।

মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্টারলিংক প্রাথমিকভাবে ‘রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’ নামে দুটি ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। রেসিডেন্স প্যাকেজে প্রতি মাসে ৬ হাজার টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজে প্রতি মাসে খরচ হবে ৪ হাজার ২০০ টাকা।

তবে উভয় প্যাকেজ গ্রহণ করতে হলে গ্রাহকদের এককালীন যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা পরিশোধ করতে হবে।

এছাড়াও, গ্রাহকরা এই সেবার মাধ্যমে ৩০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট গতি সহ আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework