ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

জাতীয়

বইমেলায় হট্টগোলের ঘটনায় শাস্তির নির্দেশ প্রধান উপদেষ্টা ইউনূসের

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ ফেব্রুয়ারী ১১, ০২:৪৫ অপরাহ্ন
#

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অমর একুশে বইমেলায় একটি বুকস্টলে বাগবিতন্ডা এবং হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, এই ধরনের বিশৃঙ্খল আচরণ দেশের আইন ও নাগরিকদের অধিকার দুটিই অবজ্ঞা করার সমতুল্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একুশে বইমেলা একটি প্রাণবন্ত মিলনমেলা, যেখানে লেখক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ একত্রিত হন। বইমেলায় এমন ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদাকে হেয় করে।

প্রফেসর ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার বাংলা একাডেমি ও পুলিশের কাছে এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একইসাথে মেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এবং এমন অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য পুলিশকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video